একটি মোবাইলের জন্য গলায় ফাঁস
মা-বাবার কাছে মোবাইল চেয়ে না পেয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জনি (১৪) নামের এক কিশোর।
মঙ্গলবার দুপুর ১টার দিকে বালিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জনি বালিয়াকান্দি সদর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের আখের আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মা-বাবার কাছে একটি মোবাইল ফোনের আবদার করে না পেয়ে বালিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামের আখের আলীর ছেলে জনি অভিমান করে ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেয়। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত দেখে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আরিফুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছে।
বালিয়াকান্দি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম ভূঁঞা বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি আমাদের জানিয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
রুবেলুর রহমান/এএম/এমএস