ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে দুটি পলিথিন কারখানা সিলগালা

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৫:০৯ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৮

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় যৌথ অভিযান চালিয়ে সরকার নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে দুটি কারখানা সিলগালা করে দিয়েছে র‌্যাব ও পরিবেশ অধিদফতর।

মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদফতর চট্টগ্রামের উপপরিচালক আবদুল মালেক ও র‌্যাব-১১ সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসএসপি মোস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

Noakhali-Mobile-Court

পরিবেশ অধিদপ্তরের চট্রগ্রাম বিভাগের উপ-পরিচালক আবদুল মালেক জানান, বিসিক শিল্প নগরী এলাকায় দীর্ঘ দিন থেকে সরকার নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করে আসছে দুটি কারখানা। এর আগেও স্থানীয় প্রশাসন অভিযান করে দুটি কারখানাকে আর্থিক জরিমনাও করে। কিন্তু পরবর্তীতে তারা আবার নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে। এমন অভিযোগের ভিত্তিতে কারখানা দুটিতে আবারও অভিযান করা হয় এবং সিলগালা করে দেয়া হয়।

তবে অভিযানের খবর পেয়ে কারখানা দুটি মালিক ও শ্রমিকরা পালিয়ে যায় বলে জানান তিনি।

মিজানুর রহমান/আরএ/এমএস

আরও পড়ুন