ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাসপাতালে আসেনি স্বজনরা, অবশেষে মারা গেলেন বৃদ্ধা

শ্রীপুর (গাজীপুর) | প্রকাশিত: ০৬:২২ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৮

গত ২৮ আগস্ট এক বৃদ্ধাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যান অপরিচিত এক ব্যক্তি। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ বৃদ্ধার যাবতীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করলেও গতকাল সোমবার রাতে মারা যান বৃদ্ধা।

হাসপাতালের নিবন্ধন বইতে তার নাম মনোয়ারা বেগম (৬৫), স্বামীর নাম কুদ্দুস ও বাড়ি উপজেলার রাজাবাড়ি ইউনিয়নে উল্লেখ থাকলেও বৃদ্ধার খোঁজ নিতে আসেনি কেউ।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মঈনুল হক বলেন, গত ২৮ আগস্ট মঙ্গলবার দুপুরে মুমূর্ষু অবস্থায় এই বৃদ্ধাকে অজ্ঞাত এক ব্যক্তি হাসপাতালে রেখে যান। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে বৃদ্ধা মারা যান। হাসপাতালের রেজিস্ট্রার অনুযায়ী তার নাম মনোয়ারা বেগম, স্বামীর নাম কুদ্দুস ও বাড়ি উপজেলার রাজাবাড়ি এলাকায় উল্লেখ থাকলে কেউ বৃদ্ধার খোঁজ নেয়নি। ওই বৃদ্ধা দীর্ঘদিন নিউমোনিয়াসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহসিন মিয়া বলেন, মঙ্গলবার দুপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালের রেজিস্ট্রার অনুযায়ী স্থানীয় ইউনিয়ন পরিষদকে বিষয়টি জানানো হয়েছে। বৃদ্ধার পরিচয় জানার চেষ্টা চলছে। আমরা বুঝতে পারছি না কে এই বৃদ্ধা। যদি বৃদ্ধার পরিচয় জানা না যায় তাহলে পৌরসভার গোরস্তানে তাকে দাফন করা হবে।

শিহাব খান/এএম/এমএস

আরও পড়ুন