ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গোলাপগঞ্জের মেয়র পদে মনোনয়ন সংগ্রহের আহ্বান বিএনপির

জেলা প্রতিনিধি | সিলেট | প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৮

আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিতব্য সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি দলীয় মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়নপত্র সংগ্রহের জন্য আহ্বান জানিয়েছে সিলেট জেলা বিএনপি।

মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫টার মধ্যে মনোনয়ন প্রত্যাশীদের জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে জেলা বিএনপির সভাপতি বরাবর জমা দেয়া যাবে।

ছামির মাহমুদ/আরএ/আরআইপি

আরও পড়ুন