২৩৬ কোটির ঋণ মাথায় নিয়ে জাহাঙ্গীরের যাত্রা শুরু
২৩৬ কোটি টাকা ঋণ মাথায় নিয়ে মহা ধুমধামে দেশের সর্ববৃহৎ গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নিয়েছেন মো. জাহাঙ্গীর আলম। মঙ্গলবার বিকেলে জেলা শহরের রাজবাড়ি ময়দানে বিশাল প্যান্ডেলে প্রায় ২৫ হাজার নেতা-কর্মী ও অতিথিদের উপস্থিতিতে তিনি মেয়রের দায়িত্ব নেন।
দায়িত্ব গ্রহণের পর মেয়র জাহাঙ্গীর আলম তার বক্তব্যে আগামী ৫ বছরে নগরীতে উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন। নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি তিনি রক্ষার চেষ্টা করবেন বলে নগরবাসীকে আশ্বস্ত করেন।
এ সময় মেয়র জাহাঙ্গীর আলম সিটি কর্পোরেশনের নিজস্ব উৎস, সরকারি অর্থায়ন ও বিদেশি সহযোগিতায় গাজীপুরকে গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়তে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, গাজীপুর নগরীর উন্নয়নের জন্য গত অর্থ বছরে ১৭ কোটি বরাদ্দ দেয়া হয়েছিল। চলতি অর্থ বছরে ওই বরাদ্দ তিনগুন করে ৫১ কোটি টাকা করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনা যাকে যেখানে মনোনয়ন দেবেন আমরা তাকেই জয়ী করবো। নৌকার বিজয় আনতে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, আমি নগরবাসীকে বলেছিলাম একটি সুন্দর পরিকল্পিত নগরী উপহার দেব। নগরবাসী আমাকে বিশ্বাস করেছে, সেই বিশ্বাসের মর্যাদা আমি রাখব ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকাকে ভালোবেসে গাজীপুরের জনগণ আমাকে যে আশায় ভোট দিয়ে বিজয়ী করেছে, আমি তাদের এই আশার প্রতিফলন ও প্রতিদান দেয়ার চেষ্টা করব।
এ সময় সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা-কর্মচারি নগরীর কোনো নাগরিকের কাছে অনৈতিক কিছু দাবি করলে তাকে জানাতে বলেন এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
অনুষ্ঠান মেয়র জাহাঙ্গীর আলম আগামী ৫ বছর কী কী করতে চান, নগরীকে কী ধরনের সেবা প্রদান করবেন, তার বিস্তারিত পরিকল্পনাই বা কী এর একটি নমুনা থ্রিডি আকারে প্রচার করা হয়।
গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জাহিদ আহসান রাসেল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই.এম বেলালুর রহমান, গাজীপুর জেলা পরিষেদের চেয়ারম্যান আখতারউজ্জামান, ঢাকা উত্তরের ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সবুজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে.এম রাহাতুল ইসলাম।
উল্লেখ্য, গাজীপুর দেশের ঐতিহাসিক শহরগুলোর মধ্যে অন্যতম। ভাওয়াল জমিদার ১৮ শতকের প্রথম দিকে এ শহরের গোড়াপত্তন ঘটান। ২০১৩ সালের ১৬ জানুয়ারি গাজীপুর ও টঙ্গী পৌরসভা এবং ৬টি ইউনিয়ন (কাশিমপুর, কোনাবাড়ী, বাসন, কাউলতিয়া, গাছা ও পূবাইলসহ ৩২৯ দশমিক ৫৩ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত হয় গাজীপুর সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭ জন।
গত ২৬ জুন শিল্প অধ্যুষিত এই বৃহৎ সিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। মো. জাহাঙ্গীর আলম ৪ লাখ ১০ ভোট পেয়ে গাজীপুর সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত হাসান উদ্দিন সরকার পান ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।
আমিনুল ইসলাম/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪