বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যের মৃত্যু
ছবি-প্রতীকী
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শেখ ফরিদ (২১) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শেখ ফরিদ উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। প্রায় তিন বছর আগে সেনাবাহিনীতে নিয়োগ পান ফরিদ। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন।
পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সকাল ৯টার দিকে বাবার সঙ্গে বাড়ির একটি গাছ কাটছিলেন তিনি। এ সময় ওই গাছের সঙ্গে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন ফরিদ। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/আরআইপি