ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে ১৫ জন নিহতের ঘটনায় বাসচালক রিমান্ডে, হেলপারের জামিন

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৪:০১ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৮

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার চ্যালেঞ্জার বাসের চালক শামীম হোসেনের একদিনের রিমান্ড ও ও তার সহকারী (হেলপার) আব্দুস সামাদের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপরে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ মামলার শুনানি শেষে এ আদেশ দেন।

নাটোর আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) নাছির উদ্দিন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার গ্রেফতার চালক শামিম হোসেন ও চালকের সহকারী আব্দুস সামাদকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম। শুনানি শেষে আদালতের বিচারক সুলতান মাহমুদ আগামী ৫ সেপ্টেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২৫ আগস্ট নাটোরের লালপুরের কদমচিলান কিলিক মোড়ে বাস-লেগুনা সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় লালপুর থানায় সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। বনপাড়া হাইওয়ে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইউছুব আলী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় বড়াইগ্রাম উপজেলা লেগুনা মালিক সমিতির সভাপতি জাবেদ আলী মোল্লা, সাধারণ সম্পাদক জাকির হোসেন, লেগুনার চালক আব্দুর রহিম, চালকের সহকারী রাজা মিয়া, চ্যালেঞ্জার বাসের মালিক, বাসের চালক ও চালকের সহকারীকে আসামি করা হয়। আসামিদের মধ্য লেগুনার চালক ও তার সহকারী দুইজনই দুর্ঘটনায় নিহত হয়েছেন।

রেজাউল করিম রেজা/আরএআর/এমএস

আরও পড়ুন