তীব্র বাতাসে পদ্মায় লঞ্চ বন্ধ
বাতাসে পদ্মা নদী উত্তাল ও তীব্র স্রোত সৃষ্টি হওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিক থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়।
লঞ্চ চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন নদী পারাপার হতে আসা লঞ্চের যাত্রীরা। বাধ্য হয়ে এখন যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছেন।
দৌলতদিয়া লঞ্চঘাট সুপার ভাইজার মো. মোফাজ্জেল হোসেন জানান, নদীতে বাতাস ও তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে এ রুটে লঞ্চ বন্ধ করেছে বিআইডব্লিটিএ। লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ফেরিতে পারাপার হতে অনুরোধ করা হচ্ছে। নদী শান্ত হলে পুনরায় এ রুটে লঞ্চ চলাচল শুরু হবে।
রুবেলুর রহমান/এফএ/জেআইএম