ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

জেলা প্রতিনিধি | চাপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৯:১৬ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৮

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১৭৭ বোতল ফেনসিডিল, একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

নিহত আবুল হোসেন বাবু (৩৭) জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিবরামপুর গ্রামের ইউপি সদস্য আলম হোসেনের ছেলে। বাবু ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলায় সর্বমোট ৯টি মামলা চলমান রয়েছে যার ৮টিই মাদক মামলা বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার সকালে র‌্যাব কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ সিপিসি-১ রাজশাহীর একটি দল রাতে মাদকবিরোধী অভিযানে বের হয়। গোমস্তাপুরের নয়াদিয়াড়ী এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন খবর পেয়ে সেখানকার একটি আম বাগানে অভিযান চালায় তারা। এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

গোলাগুলি থেমে গেলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গোলাগুলিতে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছে র‌্যাব।

ঘটনাস্থল থেকে ১৭৭ বোতল ফেনসিডিল, একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

নিহত বাবু চাঁপাইনবাবগঞ্জ জেলার একজন প্রসিদ্ধ মাদক ব্যবসায়ী এবং ফেনসিডিল পাচারকারী। সীমান্তবর্তী এলাকায় বসবাসের সুযোগে তিনি দীর্ঘদিন যাবৎ চোরাচালানের মাধ্যমে ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

আব্দুল্লাহ/এফএ/এমএস

আরও পড়ুন