ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৬ জেলে নিখোঁজ

কুয়াকাটা (পটুয়াখালী) | প্রকাশিত: ১১:১১ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৮

বঙ্গোপসাগরে ‘এফবি ইলিয়াস’ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ রয়েছেন ৬ জেলে।

উদ্ধার হওয়া ট্রলারের মাঝি মনির জানান, বুধবার দিবাগত রাত ১১টায় কুয়াকাটা সংলগ্ন জোরার বয়া এলাকায় উত্তাল ঢেউয়ের তোড়ে মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামের ইলিয়াসের ট্রলারটি ডুবে যায়। এ সময় অন্য একটি মাছ ধরার ট্রলার ওই ট্রলারের ৭ মাঝিকে উদ্ধার করলেও নিখোঁজ হন ৬ জেলে।

নিখোঁজ জেলেরা হলেন, মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামের আ. কাদের (৩৮), মাহাবুব (২৮), সাইফুল (২৫), ইব্রাহিম খান (২৫), চাকমইয়ার সিদ্দিক হাওলাদার (৩০) এবং বরগুনার খাকবুনিয়া এলাকার আল-আমিন (২৬)।

এদিকে একইদিন কুয়াকাটা আলীপুর মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লার মালিকানাধীন এফ.বি. মার্জিয়া ট্রলারটি তীরে ফেরার পথে সুন্দরবন সংলগ্ন সমুদ্রে ডুবে যায়। পরে অন্য একটি ট্রলার জেলেদের উদ্ধার করে ঘাটে নিয়ে আসে। তবে ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

এফএ/এমএস

আরও পড়ুন