ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আটক
ছবি-প্রতীকী
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে বিএসএফের হাতে জারমান আলী (৪০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আটক হয়েছেন। শনিবার ভোরে রত্নাই সীমান্তের ৩৮৩ নং পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করার পরে বিএসএফের সোনামতি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।
আটক গরু ব্যবসায়ী জারমান আলী বালিয়াডাঙ্গী উপজেলার ফতেপুর গ্রামের কলিম উদ্দিনের ছেলে।
৫০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনার পর গরু ব্যবসায়ী জারমান আলীকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।
রবিউল এহসান রিপন/আরএআর/আরআইপি