ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অাগামী নির্বাচনে সরকার গঠন করবে অাওয়ামী লীগ : কেরামত

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৪:০৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৮

শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত অালী বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে অাওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। অাগামী জাতীয় সংসদ নির্বাচনে অাওয়ামী লীগ সরকার গঠন করবে এবং শেখ হাসিনা হবে প্রধানমন্ত্রী।

শনিবার দুপুরে রাজবাড়ীর শহীদ ওহাবপুর ইউনিয়ন অাওয়ামী লীগের উদ্যোগে ও সদর উপজেলা অাওয়ামী লীগের অায়োজনে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এই সরকারের সময় পৌর এলাকার চেয়ে ইউনিয়নে বেশি উন্নয়ন হয়েছে। রাস্তা-ঘাট, স্কুল, মসজিদ-মাদরাসার উন্নয়ন হয়েছে। তাই আবারও আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন।

শদীদ ওহাবপুর ৬ নং ওয়ার্ড অাওয়ামী লীগের সভাপতি মো. বাবলু বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা অাওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত অালী সোহরাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সফিকুল হোসেন, সদর উপজেলা অাওয়ামী লীগের সভাপতি মো. রমজান অালী খান, সাধারণ সম্পাদক শেখ মো. ওহিদুজ্জামান, শহীদ ওহাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তোরাপ অালী মন্ডল, সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ ভূইয়া, ইউনিয়ন অাওয়ামী লীগের সভাপতি শেখ ফরিদ অাহম্মদ ও সাধারণ সম্পাদক মো. শাহিন খান প্রমুখ।

রুবেলুর রহমান/এএম/আরআইপি

আরও পড়ুন