কলাপাড়ায় জামায়াতের আমির গ্রেফতার
প্রতীকী ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে উপজেলা জামায়াতের আমির মো. কাউয়ুম হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরশহরের মাদরাসা সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আলী হোসেন জানান, তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করার অভিযোগ রয়েছে বিধায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
কাজী সাঈদ/আরএ/জেআইএম