ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সোনাগাজীতে বালু উত্তোলনে ধসের মুখে ব্রিজ

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৪:১৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৮

ফেনীর সোনাগাজীর ছোট ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ধসের মুখে পড়েছে নির্মাণাধীন সাহেবের ঘাটের ব্রিজটি। ব্রিজের ১০০ গজের মধ্যে ছয়টি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালীরা। এতে ব্রিজসহ আশপাশের ফসলি জমির ক্ষতি হলেও ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না কেউ।

স্থানীয় এলাকাবাসী, ক্ষতিগ্রস্ত কৃষক ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নোয়াখালী-ফেনীর যোগাযোগের সেতুবন্ধন তৈরি করতে ফেনী ছোট নদীর ওপর প্রায় ৫৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সাহেবের ঘাট ব্রিজ।

কিন্তু দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে হুমকির মুখে পড়েছে নির্মাণাধীন ব্রিজটি। পশ্চিম চরদরবেশ ও পশ্চিম চরচান্দিয়া গ্রামের শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা ও বিস্তীর্ণ এলাকায় নতুন করে জেগে উঠা দুটি চর ভাঙনের মুখে পড়েছে।

feni

পশ্চিম চরচান্দিয়া গ্রামের কৃষক আবুল কালাম জানান, প্রভাবশালীদের অবৈধভাবে বালু উত্তোলনের কারণে তার দুই একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভয়ে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না তিনি।

জসিম উদ্দিন নামে আরেক কৃষক জানান, বালু লুটেরাদের ভয়ে মুখ খোলার সাহস পাচ্ছেন না। ইতোপূর্বে এভাবে বালু উত্তোলনের ফলে নির্মাণাধীন ব্রিজের গার্ডার ভেঙে নদীতে পড়ে যায়। কয়েকজন নির্মাণশ্রমিক আহত হয়। কিন্তু এরপরও বন্ধ হয়নি বালু উত্তোলন।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুল দীপ চাকমা বলেন, আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ রয়েছে। প্রশাসনের লোকজন ঘটনাস্থলে যাওয়ার খবর পেলে তারা ড্রেজার মেশিন সরিয়ে ফেলে। আমরা আবার অভিযান চালাব।

এএম/জেআইএম

আরও পড়ুন