নেত্রকোনায় সন্তান হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড
নেত্রকোনায় ৪ বছরের শিশু পুত্রকে হত্যার দায়ে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শিশুটির বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও অতিরিক্ত দায়রা জজ আব্দুল হামিদের আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৫ জুলাই সকালে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মিনকিকান্দা গ্রামে আবু হানিফের (৩৫) সঙ্গে তার স্ত্রী আয়শা খাতুনের পারিবারিক কলহ চলছিল। এ কারণে স্ত্রী দীর্ঘদিন বাবার বাড়িতে অবস্থান করতেন। তখন চার বছরের শিশু সন্তান সাকিব মাকে পাওয়ার জন্য সবসময় কান্না করলে তার বাবা ক্ষিপ্ত হয়ে তাকে রামদা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।
এ ঘটনায় নিহত শিশুর মা আয়েশা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করলে আদালত আটজন সাক্ষির সাক্ষ্য শেষে অভিযুক্ত আসামি আবু হানিফকে হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
মামলাটি আসামি পক্ষে পরিচালনা করেন অ্যাড. মো. নজরুল ইসলাম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি মো. সাইফুল ইসলাম প্রদীপ।
কামাল হোসাইন/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় প্রতীক বরাদ্দের দিনই শোডাউন, প্রার্থীকে জরিমানা
- ২ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ৩ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৪ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৫ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার