ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে বুধবার সকাল-সন্ধ্যা ধর্মঘট

প্রকাশিত: ০৭:০৮ এএম, ১১ আগস্ট ২০১৫

মহাসড়কে অটোরিকশাসহ তিন চাকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে বুধবার চাঁপাইনবাবগঞ্জে সকাল-সন্ধ্যা ধর্মঘট ডেকেছে অটোরিকশাসহ থ্রি-হুইলার চালক ও মালিক ঐক্য পরিষদ।
 
পরিষদের আহ্বায়ক শাহজাহান আলী মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মহাসড়কে চলাচলের উপর নিষেধাজ্ঞার কারণে অটোরিকশাসহ তিন চাকার যানবাহনের চালক ও মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আয় কমে যাওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না তারা। এই অবস্থায় মহাসড়কে তিন চাকার যানবাহন চালাচলের বিষয়ে পুনঃবিবেচনার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
 
বুধবারের ধর্মঘট ছাড়াও শুক্রবার জেলা পর্যায়ে সুধি সমাবেশ, সোমবার উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ ও ১৮ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশের কর্মসূচি দেয়া হয়েছে। ধর্মঘট চলাকালে সকল প্রকার তিন চাকার যানবাহন বন্ধ রাখার জন্য অটোরিকশাসহ থ্রি-হুইলার চালক ও মালিকদের আহ্বান জানানো হয়।
 
এসএস/এমএস