ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভৈরবে শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ

ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০৫:১৭ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদ আয়োজিত উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভৈরবের ৯২টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮৪ জন গরিব ও মেধাবী শিশু শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে এ বিস্কুট বিতরণ করা হয়। উপবৃত্তি দেয়ার সঙ্গে শিশু শিক্ষার্থীদের হাতে একটি কলা ও একটি বিস্কুটের প্যাকেট তুলে দেন আয়োজকরা। বিতরণকৃত বিস্কুটের প্যাকেটের মোড়কে মূল্য ছিল না এবং মেয়াদোত্তীর্ণ ছিল। এতে শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠে।

অনুষ্ঠানে উপস্থিত পৌরসভার স্যানেটারি পরিদর্শক নাসিমা বেগম বলেন, এ ধরনের মেয়াদোত্তীর্ণ বিস্কুট শিশু শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা উচিত হয়নি।

ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন বলেন, ওসব বিস্কুট কেনার বিষয়ে আমি অবগত ছিলাম না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

আসাদুজ্জামান ফারুক/এএম/পিআর

আরও পড়ুন