ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাঁজা সেবনের সময় চিকিৎসক ধরা

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ১১:২২ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৮

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গাঁজা সেবনের সময় হাতেনাতে ধরা পড়েছেন আসাদুজ্জামান নামে এক চিকিৎসক।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ এলাকার একটি আমবাগান থেকে পুলিশ তাকে আটক করেছে।

আসাদুজ্জামান বর্তমানে পার্শ্ববর্তী নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত। তিনি শিবগঞ্জ উপজেলার দাদনচক গ্রামের নজরুল ইসলামের ছেলে।

গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিমউদ্দিন জানান, সন্ধ্যায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোমস্তাপুর থানা পুলিশের একটি টহল দল গাঁজা সেবনরত অবস্থায় ওই চিকিৎসককে হাতেনাতে আটক করে। পরে রাতে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুর রহমান খানের জিম্মায় ছেড়ে দেয়া হয় তাকে।

সংশ্লিষ্ট বিভাগ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবে বলে জানান ওসি।

এফএ/আরআইপি

আরও পড়ুন