ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশ সদস্যদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৩:১৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৮

কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিলসেডে এ চিকিৎসা কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কনসালটেন্ট, চর্ম,যৌন, এলার্জি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমানের নেতৃত্বে বিনামূলে এ চিকিৎসা সহায়তা দেয়া হয়। জেলা পুলিশের দুই শতাধিক রোগী বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে বিনামূলে এই চিকিৎসা সেবা নেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম সোপান, মো. শফিকুল ইসলামসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নূর মোহাম্মদ/আরএ/জেআইএম

আরও পড়ুন