রাস্তায় দাঁড়িয়ে কাঁদছিল শিশু দুটি
রোববার সন্ধ্যায় শিশু দুটি গাজীপুর মহানগরীর ভোগড়া বাসন মোড়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছিল। এ সময় বিউটি নামে এক নারী তাদেরকে চান্দনা চৌরাস্তায় পুলিশ বক্সে নিয়ে আসেন। সেখান থেকে বাসন থানা পুলিশ শিশু দুটিকে তাদের হেফাজতে নেয়।
শিশু দুটির নাম সুমাইয়া (৯) ও রাব্বী (৪)।
বাসন থানার ওসি মুক্তার হোসেন জানান, জিজ্ঞাসাবাদে সুমাইয়া নামের শিশুটি জানায় তার সঙ্গে থাকা অপর শিশুটির নাম রাব্বী। সে তার ছোট ভাই। তাদের বাবার নাম নজরুল ইসলাম। এছাড়া তারা আর কোনো ঠিকানা জানাতে পারেনি।
এমনকি তারা কার সঙ্গে, কিভাবে এখানে এসেছে সেটাও জানাতে পারেনি। এ ঘটনায় রাতেই বাসন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সোমবার দুপুরে শিশু দুটিকে টঙ্গীর শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
আমিনুল ইসলাম/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪