ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন না : চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই পীর বলেছেন, বাংলাদেশের মানুষ ভোটের অধিকার চায়। ভোট নিয়ে ছিনিমিনি খেলবেন না। বাংলাদেশের মানুষ আর বসে থাকবে না বলে হুশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক সংলগ্ন এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা কমিটির আয়োজনে জনসভায় তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, আওয়ামী সরকারকে বলতে চাই, আপনি বার বার বলছেন উন্নয়নের ধারা রক্ষা করেন। উন্নয়নের ধারা বাংলাদেশের মানুষ রক্ষা করবে না। যদি আপনি ভোটের অধিকার রক্ষা না করেন।
তিনি বলেন, আপনি যদি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার রক্ষা করতে না পারেন, ভোট দিতে বাধা দেন তাহলে বাংলাদেশের মানুষের কাছে যা কিছু আছে তাই নিয়ে রাস্তায় ঝাঁপিয়ে পড়বে। কোনো অপশক্তি দিয়ে বাধা দিতে পারবেন না।
জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা সোহরাব হোসাইন ফারুকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদসহ আরও অনেকেই।
ভবতোষ চৌধুরী নুপুর/এমএএস/আরআইপি