জামালপুরে বিপদসীমার ওপরে যমুনার পানি, নিম্নাঞ্চল প্লাবিত
যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরে হঠাৎ বন্যা দেখা দিয়েছে। বুধবার সকাল থেকে যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার অন্তত ৫টি ইউনিয়নের নিন্মাঞ্চলের কয়েকটি গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে।
বুধবার সকালে সরেজমিনে ইসলামপুর উপজেলায় গিয়ে দেখা গেছে, উপজেলার কিনাটুলি ইউনিয়নের কিনাটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে ওই বিদ্যালয়ে পাঠদান বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়া ওই এলাকার আরও কিছু প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। হঠাৎ পানি বাড়তে থাকায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।
শুভ্র মেহেদী/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ
- ২ তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু
- ৩ খালেদা জিয়া আপস করলে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন: খোকন
- ৪ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই কমিশনের বড় চ্যালেঞ্জ: জোনায়েদ সাকি
- ৫ মমেক হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে চিকিৎসকের তর্ক