ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টাকাসহ ৩ ছেলেকে নিয়ে উধাও স্ত্রী

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০২:৩৪ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৮

নিখোঁজ স্ত্রী ও তিন ছেলেকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন রাঙ্গামাটি বরকল উপজেলার স্থানীয় বাসিন্দা মো. ইসহাক। শুক্রবার সকালে রাঙ্গামাটির একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন তিনি।

এ সময় ইসহাক জানান, ১৬ বছর আগে একই উপজেলার কলাবুনিয়া এলাকার ফজলে আলির মেয়ে তাসলিমা বেগমের সঙ্গে তার বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে ৩ ছেলে রয়েছে। গত ৬ আগস্ট সকাল ১০টার দিকে ইসহাকের অনুপস্থিতিতে তিন ছেলেসহ নগদ ৭৭ হাজার টাকা এবং তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে তার স্ত্রী নিখোঁজ হন।

এ ঘটনায় শ্বশুরবাড়িতে যোগাযোগ করলে তারা উল্টো হুমকি দেন এবং নিজেই খুঁজে নিতে বলেন। পরে ৭ আগস্ট বরকল থানায় ইসহাক সাধারণ ডায়রি করেন। সাধারণ ডায়রি নং ১৭২।

ইসহাক বলেন, আমার স্ত্রীর ভাই লাল মিয়া ও বোন শাহিনুর পরিকল্পনা করে প্রলোভন দেখিয়ে আমার স্ত্রীকে ঘর থেকে বের করেছে এবং তারাই তাকে কোথাও গুম করে রেখেছে। আগেও তারা এমন ষড়যন্ত্র করার চেষ্টা করেছিল।

তিনি আরও বলেন, আমি নিকট আত্মীয়দের বাসাসহ অনেক জায়গায় তাদেরকে খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। আমি আমার স্ত্রী ও সন্তানদের উদ্ধারের দাবি জানাই।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন একই এলাকার বাসিন্দা নাজমুল হোসেন ও মো. নাজমুল ইসলাম।

এফএ/এমএস

আরও পড়ুন