অটোভ্যানকে ধাক্কা দিয়ে খাদে ইউএনও’র গাড়ি, আহত ৪
নাটোরে সড়ক দুর্ঘটনায় বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজসহ চারজন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অটোভ্যান চালক ওলিলুর রহমানকে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার হয়বতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভ্যানচালক ওলিলুর রহমান সদর উপজেলার সুলতানপুর এলাকার হাসেন আলীর ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক জানান, বড়াইগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ নিজ এলাকা থেকে সরকারি গাড়িতে জেলা সদরে আসছিলেন। পথে সদর উপজেলার হয়বতপুর এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে একটি অটোভ্যানকে ধাক্কা দিয়ে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে দুমড়ে-মুচড়ে যায়। এতে ইউএনও, তার গাড়িচালক, পিয়ন ও ভ্যানচালক ওলিলুর রহমান আহত হন। এর মধ্যে গুরুতর অবস্থায় ভ্যানচালককে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ ভ্যানটি পাশের সড়ক থেকে নাটোর-ঢাকা মহাসড়কে উঠে পড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান এই পুলিশ কর্মকতা।
রেজাউল করিম রেজা/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা
- ২ বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে টাকা দাবি, জিডি
- ৩ ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ
- ৪ ফরিদপুরে খেলা দেখা নিয়ে হোস্টেলে সিনিয়র-জুনিয়র মারামারি, আহত ৭
- ৫ মহিলা জামায়াতের ‘কোরআন ক্লাসে’ যুবদলের বাধা, উত্তেজনা