ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সীগঞ্জে মহাসড়ক উন্নতীকরণ কাজ উদ্বোধন করলেন সেতুমন্ত্রী

জেলা প্রতিনিধি | মুন্সীগঞ্জ | প্রকাশিত: ০১:০৩ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৮

ভবেরচর-গজারিয়া-মুন্সীগঞ্জ মহাসড়ককে যথাযথ মান ও প্রশস্থতায় উন্নতীকরণ কাজের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় আনন্দিত গজারিয়াবাসী।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সড়ক পথে ঢাকা-কক্সবাজার সফরকালে মহাসড়কের ভবেরচর এলাকায় এ কাজের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

জানা গেছে, এ কাজে ১২.৬০ কিলোমিটার সড়কের মধ্যে ৪টি ব্রিজ ও ১টি কালভার্ট আছে। এর ব্যয় ধরা হয়েছে ৮০.৫৮ কোটি টাকা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর কাজ সমাপ্ত হওয়ার কথা রয়েছে। সড়ক ও জনপথ অধিদফতরের নারায়ণগঞ্জ সড়ক বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক সায়লা ফারজানা, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সোলায়মান দেওয়ান, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ও গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খাঁন তোতাসহ প্রমুখ।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস

আরও পড়ুন