ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০১:১৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৮

বাগেরহাটের মোল্লারহাট উপজেলায় কেন্দুয়া বিল এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শাহাদাত হোসেন (৩৪) নামে এক হেলপার নিহত হয়েছেন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার সকাল পৌনে ৯টার দিকে খুলনা থেকে আসা গ্রীনলাইন ও চট্টগ্রাম থেকে আসা দীদার পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে ফকিরহাট হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত শাহাদাৎ হোসেন (২৫) খুলনা জেলার রূপসা উপজেলার শ্রিফলতলা গ্রামের কামাল হোসেনের ছেলে। তিনি গ্রীনলাইন পরিবহনের হেলপার ছিলেন।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল শেখ জানান, দুর্ঘটনার বিকট শব্দে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে হতাহতদের উদ্ধার করে ফকিরহাট ও খুলনা মেডিকেল হাসপাতালে পাঠায়। পরিবহন দু’টিকে আটক করা হয়েছে।

শওকত আলী বাবু/এফএ/এমএস

আরও পড়ুন