উখিয়ায় মানবপাচারকারী রুস্তম গ্রেফতার
কক্সবাজারের উখিয়ায় মানবপাচারকারী রুস্তম আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার রাতে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুস্তম সোনাইছড়ি এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের বলেন, উখিয়া উপকূল থেকে মালয়েশিয়ায় মানবপাচার করা যে কয়েকজন শীর্ষ পাচারকারী রয়েছেন তাদের মধ্যে রুস্তম আলী অন্যতম। প্রশাসনিক তদন্তে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ হবার পর মামলা হয়। সেই মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। শনিবার রাতে রুস্তম এলাকায় অবস্থান করছেন এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে থানায় মাদকপাচাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
দুপুরে গ্রেফতার রুস্তমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি আবুল খায়ের।
সায়ীদ আলমগীর/আরএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্ক্রাপবাহী লরি উল্টে ৫ কিলোমিটার যানজট
- ২ মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে ৭ হাজার ইয়াবাসহ আটক ৩
- ৩ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ৪ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৫ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের