বাড়ি ফেরা হলো না তাদের
কিশোরগঞ্জ সদর উপজেলার ডাওকিয়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক শিশুসহ মোটরসাইকেলের তিন যাত্রী নিহত হয়েছেন।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কিশোরগঞ্জ সদর উপজেলার ডাওকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গকডা মধুপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩০), রুবেল মিয়া ও তার ছেলে শাহরিয়ার (৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে তিন আরোহী কেন্দুয়ায় যাওয়ার পথে ডাউকিয়া এলাকায় পৌঁছালে সিলেট থেকে ময়মনসিংহগামী ‘এ সালাম ট্রাভেলস পরিবহন’ তাদের পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মারা যান। আহতদের হাসপাতালে নেয়ার পর সেখানে মারা যান রুবেল মিয়া ও তার ছেলে শাহরিয়ার।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুশামা মো. ইকবাল হায়াত বলেন, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় চালকসহ বাসটিকে আটক করেছে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নূর মোহাম্মদ/এএম/পিআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ