ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে পালিত হচ্ছে মধু পূর্ণিমা

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০১:২৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৮

নানা মাঙ্গলিক আয়োজনের মধ্যে দিয়ে বান্দরবানে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা।

সোমবার সকাল থেকে নানা বয়সের পূজারিরা জেলার বিভিন্ন বিহারে সমবেত হয়ে ভগবানের উদ্দেশ্যে মধু দান করেন।

এছাড়াও ভক্তরা বিভিন্ন ধরনের পিঠা, আহার এবং মোমবাতি দান করেন। বিকেলে হাজার প্রদীপ প্রজ্বলন, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করবেন ভক্তরা।

বান্দরবানে রাজবিহারের অধ্যক্ষ উচহ্লা ভান্তে জানান, পারিলেয়া বনে হস্তিরাজ কর্তৃক ভগবান বুদ্ধের সেবাপ্রাপ্তি ও বানরের মধুদানের কারণে এ দিনটি বৌদ্ধদের কাছে স্মরণীয়, আনন্দ-উৎসবমুখর ও পূণ্যময় একটি দিন। তাই এই দিনটিকে বৌদ্ধ ধর্মের অনুসারীরা যথাযথ মর্যাদাপূর্ণভাবে পালন করে থাকে।

সৈকত দাশ/এফএ/জেআইএম

আরও পড়ুন