ফেনীতে স্কুল কক্ষে শিশু ধর্ষণ
প্রতীকী ছবি
সোনাগাজীতে স্কুল কক্ষে সাত বছরের শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক রুবেলকে (২৬) আটক করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের আউরার খিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে সোগাজী উপজেলার আউরার খিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি রুবেলের কাছে প্রাইভেট পড়তে আসে স্থানীয় এক প্রবাসীর দ্বিতীয় শ্রেণি পড়ুয়া সাত বছর বয়সী ওই শিশু। স্কুল ফাঁকা পেয়ে দফতরি রুবেল ওই ছাত্রীর মুখ চেপে একটি কক্ষে নিয়ে পাশবিক নির্যাতন চালান।
শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানালে বাড়ির লোকজন ও এলাকাবাসী প্রধান শিক্ষক বিষ্ণুপদ শীলের কাছে নালিশ দেন। প্রধান শিক্ষক ওই দিন দুপুরে বিদ্যালয়ের পরিচালনা কমিটির জরুরি সভা ডাকেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি স্থানীয় চেয়্যারম্যান শাখাওয়াতুল হক বিটুকে অবহিত করা হয়। ওই দিন রাতে মোটা অঙ্কের বিনিময়ে দুু`পক্ষকে ডেকে ঘটনা মীমাংসা করে ধামা-চাপা দেয়ার চেষ্টা করা হয়।
পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে সোমবার সকালে শহরের ফেনী ক্লিনিকের ডা. শামিম আরা নাসরিনকে দেখানো হয়। অতিরিক্ত রক্তক্ষরণ ও ব্যাথায় শিশুর চিৎকারে লোকজন বিষয়টি টের পেয়ে ঘটনাটি প্রকাশ হয়ে যায়। ওই ঘটনার পর থেকে দফতরি রুবেলকে স্কুল থেকে মৌখিকভাবে বহিষ্কার করে স্কুল কর্তৃপক্ষ।
বুধবার দুপুরে উপজেলার বগাদানা ইউনিয়নের ওই এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণের দায়ে অভিযুক্ত আউরার খিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি রুবেলকে আটক করে পুলিশ। এ ঘটনায় নির্যাতিতার মা আলেয়া বেগম বাদী হয়ে মামলা করবেন বলে জানা যায়।
এদিকে বুধবার সকালে নির্যাতিত শিশুকে দেখতে যান জেলা পরিষদের প্রশাসক আজিজ আহাম্মদ চৌধুরী। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের সার্বিক সহযোগিতা ও ন্যায় বিচারের আশ্বাস দেন।
সোনাগাজী উপজেলা শিক্ষক সমিতির সভাতি মাস্টার শরীয়ত উল্যাহ জাগো নিউজকে জানান, ঘটনাটি শুনে অবাক হয়েছি। এটি ন্যক্কারজনক ঘটনা।
জহিরুল হক মিলু/এমজেড/আরআইপি