ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আ.লীগের শুভেচ্ছা মিছিলে পুলিশের বাধা, সংঘর্ষে আহত ২০

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৮:৫০ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮

রাজবাড়ীর পাংশায় আওয়ামী লীগের সাধারণ সস্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আগমন উপলক্ষে বের করা শুভেচ্ছা মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে অনন্ত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে পাংশা পুরাতন বাজার এলাকায় পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ ও পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে সেতুমন্ত্রীর আগমন উপলক্ষে শুভেচ্ছা মিছিল বের করা হলে এ সংঘর্ষ হয়।

পাংশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ বেলন, পাংশায় বুধবার সেতুমন্ত্রীর আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সন্ধ্যায় আমার বাড়ি থেকে উপজেলা, পৌর ও ইউনিয়নের কয়েকশ নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলটি প্রায় ২শ গজ দূরে গেলে পুলিশ তাতে বাধা দেয় এবং হামলা করে। এ সময় তাদের প্রায় ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হন এবং বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

তবে সিনিয়র পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. ফজলুল করিম জানান, সেতুমন্ত্রীর আগমন উপলক্ষে পাংশায় পুলিশি টহল কার্যক্রম চলছিল। শহরে মিছিল বের হবে এমন কোনো অনুমতি কেউ নেয়নি। মিছিল বের হলে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হতে পারে বিধায় পুলিশ মিছিলটি বের করতে নিষেধ করে। এ সময় মিছিলকারীরা চাড়াও হয়ে পুলিশের উপর হামলা করে ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে ডিবি পুলিশের ওসিসহ (তদন্ত) ১০ পুলিশ সদস্য আহত হন।

রুবেলুর রহমান/এফএ/পিআর

আরও পড়ুন