ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অস্ত্রসহ জলদস্যু গ্রেফতার

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ১১:৪৮ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮

বরগুনার পাথরঘাটা উপজেলায় আবদুল হালিম গাজী নামে সুন্দরবন কেন্দ্রিক জলদস্যু ছাত্তার বাহিনীর এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার ভোরে পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদী থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বন্দুক, ১৮ রাউন্ড গুলি ও দুইটি ছুরি উদ্ধার করা হয়।

গ্রেফতার আবদুল হালিম সাতক্ষীরার শ্যামনগর থানার বংশীপুর এলাকার রুহুল আমিন গাজীর ছেলে।

পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর জানান, নিয়মিত টহলের সময় র‌্যাব-৮ এর সদস্যরা বলেশ্বর নদীতে একটি ট্রলার থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় হালিমের বিরুদ্ধে পাথরঘাটা থানার মামলা দায়ের করেছে র‌্যাব।

হালিমকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মোল্লা মো. খবীর।

মো. সাইফুল ইসলাম মিরাজ/আরএ/পিআর

আরও পড়ুন