ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মেসি-নেইমার গোল মিস করলেও শেখ হাসিনা মিস করবেন না

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৮:১৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ১৯৭১ সালের ঘাতকদের সঙ্গে নিয়ে বিএনপি জাতীয় ঐক্যের নামে আবারও নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে। এসব ষড়যন্ত্র শক্ত হাতে দমন করা হবে। নৈরাজ্য সৃষ্টি করবেন না, ফাউল খেলবেন না। তাহলে নির্বাচনের মাঠে আপনাদের লাল কার্ড দেখাবে জনগণ।

বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নিতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ২০১৪ সালে বিএনপি বলেছিল আমরা খালি মাঠে গোল দিয়েছি। কিন্তু এবারের নির্বাচনে আওয়ামী লীগ খেলে গোল দিতে চায়। এবার খেলা হবে নির্বাচনী মাঠে। মেসি-নেইমার গোল মিস করলেও শেখ হাসিনা গোল মিস করবেন না। বিএনপি পায়ে পা লাগিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। আগামী নির্বাচনী খেলায় বাংলার জনগণ শেখ হাসিনাকেই ভোট দিয়ে জয়ী করবে। শেখ হাসিনা সরকারের উন্নয়ন দেখে আগে থেকেই জনগণ এ সিদ্ধান্ত নিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আর ডিসি, এসপিসহ সব প্রশাসন নির্বাচন কমিশনারের অধীনে কাজ করবে। নির্বাচনে শেখ হাসিনার কথায় প্রশাসন চলবে না। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তাই জাতীয় সংসদ নির্বাচন আটকানোর ক্ষমতা কারও নেই।

চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলমের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তাফা, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এমএ মোহী পিএসসি, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজারের সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী ও জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আবছার প্রমুখ।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যার হাসপাতাল নির্মাণকাজের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

সায়ীদ আলমগীর/এএম/পিআর

আরও পড়ুন