এক ঘুষিতেই মারা গেলেন সাবেক ইউপি সদস্য
প্রতীকী ছবি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুরে ডিস ব্যবসা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের ঘুষিতে মারা গেছেন সাবেক ইউপি সদস্য জামাল হোসেন ব্যাপারী (৬০)। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় ইসলামবাদ ইউনিয়নের নন্দলালপুর বাজারসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দলালপুর বেড়িবাঁধ এলাকায় সাবেক ইউপি সদস্য জামাল হোসেন ব্যাপারী ও মনির হোসেন ব্যাপারীর (৫০) মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মনির ব্যাপারী জামাল ব্যাপারীকে ঘুষি মারলে জামাল মাটিতে লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। ঢাকায় নেয়ার পথে তার অবস্থা বেগতিক দেখে দাউদকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামাল হোসেনকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মোর্শেদ আলমের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং পরিস্থিতি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
ইকরাম চৌধুরী/বিএ