ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধলেশ্বরীতে অজ্ঞাত যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি | মুন্সীগঞ্জ | প্রকাশিত: ১২:১২ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮

মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও এলাকায় ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

মুক্তারপুর পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ হাসান মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করে জানান, ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পাওয়া যায়। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। মরদেহের পরণে শুধু একটি ট্রাউজার ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারের ব্যবস্থা করে।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস

আরও পড়ুন