প্রাইভেটকারে মিলল ৫৫ কেজি গাঁজা
হবিগঞ্জের মাধবপুরে গাঁজাভর্তি প্রাইভেটকারসহ সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের তেলিয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় প্রাইভেটকার থেকে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়কাপন গ্রামের শুক্কুর মিয়ার ছেলে আল আমিন (২৬) ও হবিগঞ্জ সদর উপজেলার চরহামুয়া গ্রামের ইসহাক মিয়ার ছেলে ফজল মিয়া (৪০)।
মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ১০টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় ব্যারিকেড দেয়। এ সময় গাঁজাভর্তি প্রাইভেটকারটি আটক করা হয়। পরে কারের ভেতর থেকে ৫৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলে তিনি জানান।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/পিআর