গাজীপুরে ৭২ পাউন্ড ওজনের কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
গাজীপুরে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে ৭২ পাউন্ড ওজনের কেক কেটেছেন দলীয় নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে হোতাপাড়া এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কেক কাটা, দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় কেক কাটা ও দোয়া মাহফিলের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. বেলায়েত হোসেন।

৭২ পাউন্ড ওজনের কেকটির দাম এক লাখ ১৫ হাজার টাকা বলে জানিয়েছেন বেলায়েত হোসেন।
পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। এতে অন্যান্যের মধ্যে অংশ নেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, ভাওয়াল গড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শেখ মো. এমদাদুল হক, মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সফি, জেলা যুবলীগের সদস্য মো. ফিরোজ মিয়া, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মো. খোরশেদ আলম, শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. কমর উদ্দিন প্রমুখ।
আমিনুল ইসলাম/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, নেপথ্যে ইয়াছিন বাহিনী
- ২ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৩ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৪ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৫ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ