ভাঙন রক্ষায় কাপ্তাই পাড়ে বৃক্ষরোপণ
রাঙামাটি-কাপ্তাই সড়কের বনভান্তে স্মৃতিস্তম্ভ সংলগ্ন অংশ।
লেকের নদী ভাঙন রক্ষা এবং পর্যটন জোন রাঙামাটির সৌন্দর্য বাড়ানোর জন্য রাঙামাটি-কাপ্তাই সড়কের লেকের পাড়ে বাস্তবায়ন করা হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। জাতীয় সংসদের ২৯৯ পার্বত্য রাঙামাটি আসনের সদস্য ঊষাতন তালুকদার এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন।
এ সময় রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা ও সাস নির্বাহী পরিচালক ললিত সি চাকমা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেন, ১৯৬০ সালে দেশের প্রধান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনের জন্য সৃষ্ট কাপ্তাই লেক ড্রেজিং না করায় প্রতিনিয়ত পাহাড়ি ঢলে এবং ভাঙনের কবলে তলদেশ ভরাট হয়ে দিন দিন ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। ভাঙনের হাত থেকে লেকটিকে রক্ষার পাশাপাশি এর সৌন্দর্য বৃদ্ধিতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
সুশীল প্রসাদ চাকমা/এসএস/আরআইপি