ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভৈরবে পরকিয়ার জেরে যুবক খুন

প্রকাশিত: ০৬:২২ এএম, ১৩ আগস্ট ২০১৫

ভৈরবের ভৈরবপুর নামক স্থানে পরকিয়া প্রেমের জের ধরে সবুজ নামের এক যুবক হত্যার শিকার হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত সবুজ স্থানীয় আসাদ মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশা চালক ফজলে রাব্বির স্ত্রীর সঙ্গে মোবাইল মাল্টি মিডিয়ার ব্যবসায়ী সবুজ মিয়ার দীর্ঘদিন ধরে পরকিয়া প্রেমের সম্পর্ক চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৩ টায় কাজ শেষে বাড়ি ফিরে নিজ ঘরে স্ত্রীর সঙ্গে সবুজকে দেখতে পেয়ে তাকে ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করে। পরে সবুজ মিয়ার আত্মচিৎকারে লোকজন এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ঘাতক রাব্বি নিজেই থানায় গিয়ে পুলিশকে ঘটনার কথা জানালে পুলিশ তাকে আটক করে। সকালে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আসাদুজ্জামান ফারুক/এসএস/আরআইপি