ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জাতীয় ঐক্য জোট দেশে কোনো নির্বাচন চায় না : তথ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি তথা জাতীয় ঐক্য জোট দেশে কোনো নির্বাচন চায় না। তারা চায় খালেদা জিয়ার মুক্তির নামে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি করতে। এ লক্ষ্য নিয়েই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা চালাচ্ছে।

শুক্রবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চণ্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাসদের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ৫ জানুয়ারির মধ্যে নির্বাচন না হলে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে। তখন কোনো সরকার থাকবে না। দেশ ভূতের সরকার চালাবে। এ থেকে পরিত্রাণ পেতে হলে যে কোনো মূল্যে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে জাতীয় নির্বাচন করতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন করলে আগামী নির্বাচনে দেশের জনগণ রায় দিয়ে আবারো এই সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে।

চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবজোটের সভাপতি আব্দুল হাফিজ তপনের সভাপতিত্বে জনসভায় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ আব্দুল আলীম স্বপন, কেন্দ্রীয় জাসদ নেতা মুহম্মদ আব্দুল্লাহ, কুষ্টিয়া জেলা সভাপতি গোলাম মহসীন, সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, দৌলতপুর উপজেলা জাসদের সভাপতি শরিফুল কবীর স্বপন প্রমুখ বক্তব্য দেন।

আরএআর/পিআর

আরও পড়ুন