মাথার সমান টিউমার নিয়ে জন্ম নিলো শিশু
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাথার পেছনে বড় একটি টিউমার নিয়ে জন্ম হয়েছে এক শিশুর। শুক্রবার রাতে দামোদরপুর ইউনিয়নের বুড়িরভিটা এলাকায় বাড়িতেই ওই সন্তানের জন্ম দেন মা জেলেখা বেগম।
জোলেখা ওই গ্রামের রিকশাচালক এরশাদুল হক কোনার স্ত্রী।
বর্তমানে জেলেখা বেগম ও শিশু সন্তান দুজনই অসুস্থ বলে জানিয়েছেন এরশাদুল হক কোনা। তাদের দ্রুত চিকিৎসা করানো প্রয়োজন। কিন্তু অর্থের অভাবে সেটি করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে জেলেখা বেগমের প্রসববেদনা উঠলে বাড়িতেই জন্ম হয় শিশুটির। কিন্তু জন্মের পর শিশুটির মাথার পেছনের অংশে মাথার সমানই একটি বড় টিউমার দেখতে পাওয়া যায়। এরশাদুল হক কোনা ও জেলেখা বেগম দম্পতির এটি তৃতীয় সন্তান।
এরশাদুল হক কোনা জাগো নিউজকে বলেন, বর্তমানে আমার স্ত্রী ও সন্তান দুজনেই অসুস্থ। তাদের দ্রুত চিকিৎসা করানো প্রয়োজন হলেও অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছি না।
রওশন আলম পাপুল/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ২ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৩ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের
- ৪ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, পেছনে ইয়াছিন বাহিনী
- ৫ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক