ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৮:৩২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় বাসচাপায় অজ্ঞাত (৩৫) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

রোববার বিকেল ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার রয়হাটি জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এখনো হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, নগরবাড়ি থেকে বগুড়াগামী টিভিএস পরিবহনের একটি লোকাল বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক আরোহী নিহত ও একজন আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে আটক করা হলেও চালক হেলপার পালিয়ে গেছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম

আরও পড়ুন