ভুট্টা বোঝাই ট্রাকে মিলল চালক-সহকারীর মরদেহ
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে ভুট্টা বোঝাই একটি ট্রাক থেকে চালক ও সহকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের থাকা ট্রাকটির কেবিন থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ট্রাক চালক রংপুর জেলার বাসিন্দা আল-আমিন (৪০) ও সহকারী লালমানির হাট পাটগ্রাম উপজেলার বাসিন্দা সোহেল (৩৫)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, দুপুরে সয়দাবাদের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় ভুট্টা বোঝাই একটি ট্রাকের ভেতর থেকে পঁচা দুর্গন্ধ বের হয়। এ সময় স্থানীয়রা ট্রাকের ভেতরে দুজনের মরদেহ দেখতে পায়। পরে ঘটনাটি পুলিশকে অবগত করলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।
ওসি আরও জানান, গত শনিবার ভুট্টা বোঝাই ট্রাকটি রংপুর থেকে ঢাকায় যাওয়ার পথে সয়দাবাদে যাত্রা বিরতি করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকের চালক ও সহকারীকে হত্যা করে মরদেহ দুটি ট্রাকের ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএ/পিআর