ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভৈরবে আগুনে তিন ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০১:২০ পিএম, ০২ অক্টোবর ২০১৮

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় আগুনে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে বঙ্গবন্ধু সরণি ফকির মার্কেটের রুপালী ইলেক্ট্রনিক্সের একটি গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ করে ওই গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় পাশের দুলাল মিয়ার বইঘর ও শরিফুল মিয়ার ফার্নিচারের গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশপাশের বাসাবাড়ির লোকজন আতঙ্কিত হয়ে বাসা থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে । পরে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফজলুল হক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টার মধ্য আগুন নেভাতে সক্ষম হন। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫ লাখ টাকা বলে তিনি জানান।

আসাদুজ্জামান ফারুক/আরএআর/পিআর

আরও পড়ুন