ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাটের ৪ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০৪:১২ পিএম, ০৩ অক্টোবর ২০১৮

খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে বাসে মাদক সেবন ও যন্ত্রাংশ চুরিতে বাধা দেয়ায় বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বাগেরহাট থেকে খুলনাসহ চারটি রুটের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

বুধবার সকাল থেকে বাগেরহাট-সোনাডাঙ্গা, বাগেরহাট-পিরোজপুর, বাগেরহাট-শরণখোলা এবং বাগেরহাট-রুপসা রুটে কোনো বাস চলাচল করেনি। তবে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পরিবহন মালিকরা।

এর আগে মঙ্গলবার রাতে বাগেরহাট আন্তজেলা বাস মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের এক সভা থেকে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

বাগেরহাট বাস মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাসুম মোল্লা ওরফে ছোট বাবু মাসুম বলেন, কয়েকদিন আগে বাগেরহাট রুটের সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে স্থানীয় এক শ্রমিক মাদক সেবন করছিল। বাসের চালক তাকে বাধা দিলে ওই মাদকসেবী তার অনুসারীদের সঙ্গে নিয়ে বাস চালককে মারধর করে। বিষয়টি বাস মালিক সমিতি এবং প্রশাসনকে জানালে তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমরা বিচার না পেয়ে বাধ্য হয়ে চারটি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে রুপসা-বাগেরহাট বাস মালিক সমিতির সভাপতি এস এম মোজাফ্ফর রশিদী রেজা বলেন, আমি ঘটনাটি শুনেছি। ঢাকায় রয়েছি বলে বিষয়টি মিটমাটের জন্য খুলনা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির বিপ্লবকে দায়িত্ব দেয়া হয়েছে।

এ ব্যাপারে জাকির বলেন, এ নিয়ে বেলা ১১টায় শ্রমিক ইউনিয়ন ও বাস চালকদের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও তারা আসেন নাই। তাই কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে, হঠাৎ এ ধর্মঘটের কারণে চার রুটের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও বাস না ফিরে গেছেন অনেকে।

বাগেরহাট মডেল থানা পুলিশের ওসি মো. মাহাতাব উদ্দিন বলেন, বাগেরহাট বাস মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়ন বুধবার সকাল থেকে ধর্মঘট শুরু করেছে। আমরা সমস্যার সমাধান করতে তাদের সঙ্গে আলোচনায় বসার চেষ্টা করছি।

শওকত আলী বাবু/এএম/জেআইএম

আরও পড়ুন