বেগম জিয়ার মুক্তি ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, সরকার খালি মাঠে গোল দিয়ে চাইছে। তাই মামলা দিয়ে বেগম জিয়া ও তারেক রহমানকে ফাঁসানো হয়েছে। কিন্তু খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না।
তিনি বলেন, সরকার বিএনপির জনপ্রিয়তায় ভীত। তাই নানা ধরনের ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে বিএনপি, বিরোধীদলসহ গণমাধ্যমের কণ্ঠরোধ করতে ৫৭ ধারার মতো কালো আইন পাস করেছে সরকার।

খালেদা জিয়ার কারামুক্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সদর উপজেলার চেয়ারম্যান মঞ্জুর এলাহী, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, জেলা বিএনপির প্রচার সম্পাদক শাজাহান মল্লিক ও দফতর সম্পাদক আমিনুল হক বাচ্চু প্রমুখ।
সঞ্জিত সাহা/এএম/জেআইএম