ভৈরবে হুইল চেয়ার পেলেন ১৬ প্রতিবন্ধী
ভৈরবে হুইল চেয়ার পেলেন গরিব দুস্থ ১৬ জন প্রতিবন্ধী। শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের উদ্যোগে বুধবার দুপুরে ইউপি চেয়ারম্যান জুবায়ের আলম দানিছ উপজেলা পরিষদ এলাকায় প্রতিবন্ধীদের এসব হুইল চেয়ার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- ভৈরব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আল-মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম ও প্রতিবন্ধীরা। প্রতিবন্ধীদের মধ্যে বৃদ্ধ, শিশু-কিশোররা উপস্থিত থেকে এসব হুইল চেয়ার গ্রহণ করেন।
জানা গেছে, ভৈরব উপজেলার উন্নয়ন তহবিল থেকে প্রতিটি ইউনিয়নে উন্নয়নমূলক টাকা থোক বরাদ্দ দেয়া হয়। বরাদ্দের টাকা থেকে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে এলাকার উন্নয়ন করা হয়।
ইউপি চেয়ারম্যান জুবায়ের আলম দানিছ বলেন, আমার এলাকার গরিব দুস্থ প্রতিবন্ধীরা অনেক কষ্টে চলাফেরা করেন, অনেকে হাঁটতে পারেন না, দেখতে পান না। তাদের কথা বিবেচনা করে আমি একটি প্রকল্প গ্রহণ করে আজ ১৬ জনকে হুইল চেয়ার দিয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব করলাম।
আসাদুজ্জামান ফারুক/এএম/এমএস