এলাকার দুয়ারে দুয়ারে ঘুরছেন ইউএনও জাকির
মোহাম্মদ জাকির হোসেন। ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত। শিক্ষাজীবন শেষ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। জনপ্রশাসনে চাকরির পাশাপাশি তিনি একটি গুরুত্বপূর্ণ কাজ করছেন। ফেসবুকসহ উপজেলার সর্বত্র আলোড়ন তুলেছে তার সেই কার্যক্রম। তার ‘মাদক বিরোধী সিভিল ব্রিগেড’ আন্দোলন ছড়িয়ে পড়েছে সর্বত্র। তার মাদকমুক্ত উপজেলা গড়ার কার্যক্রমের গল্প তুলে ধরা হলো।
তিন মাস আগে ইউএনও জাকির হোসেন তার মাদকবিরোধী ব্যতিক্রমী কার্যক্রম শুরু করেন। প্রথমেই ছুটে যান গ্রামের প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের দুয়ারে। আর এখন ছুটছেন উপজেলার গ্রাম-গঞ্জের মসজিদ-মাদরাসা, এমনকী মন্দিরগুলোতে। যেখানে মানুষের পদচারণা থাকে সব সময়। সেইসব জায়গায় গিয়ে মাদক বিরোধী আন্দোলনের কথা বলছেন, মাদকের ভয়াবহতা নিয়ে মানুষকে সচেতন করার জন্য কাজ করছেন, শুনিয়েছেন মাদকের ছোবলে কীভাবে শেষ হচ্ছে একটির পর একটি পরিবার। সরকারি অফিস ডে’তে শুধু নয়, বন্ধের দিনেও থেমে নেই তার এই পদযাত্রা।
উপজেলা সদর থেকে শুরু করে ইউনিয়নের হাট-বাজারগুলো, এমনকী গ্রামের বড় বড় ক্লাবগুলোতে গিয়ে মানুষকে বোঝাচ্ছেন-আর নয় মাদক। মাদকবিরোধী আন্দোলনে মানুষের মাঝে ব্যাপক সারাও পেয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও কবি মোহাম্মদ জাকির হোসেন।

সরকারের মাদক বিরোধী প্রচারাভিযান শুরুর পর থেকে তিনি ফরিদপুরের জেলা প্রশাসকের (উম্মে সালমা তানজিয়া) পরামর্শ ও অনুপ্রেরনায় ছুটে চলেছেন নিরন্তর। অদম্য ইচ্ছা তার উপজেলাকে মাদক মুক্ত করার। বিপথগামী হওয়া তরুণ-তরুণী ও যুবকদের নেশার জগত থেকে ফিরিয়ে সুস্থ-জীবন দেয়াই তার ব্রত।
এরই মধ্যে তিনি জেলা প্রশাসককে নিয়ে গত ৯ জুলাই প্রথমে গঠন করেছেন ‘মাদক বিরোধী সিভিল ব্রিগেড’। জাকির হোসেনের ‘মাদক বিরোধী সিভিল ব্রিগেড’র সদস্য সংখ্যা এখন ৩০ হাজারের বেশি। সদস্য হিসেবে রয়েছে শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার মানুষ। তার ইচ্ছে মাদক বিরোধী এই আনন্দোলনে উপজেলার অধিকাংশ মানুষকে সম্পৃক্ত করার, আর সেই লক্ষে এগিয়ে চলেছেন তিনি।
এই কর্মকর্তা সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার কুচাই গ্রামের এক সম্ভ্রান্ত পরিবার তরু মিয়া ও নাজমা খানম দম্পতির সন্তান। ৫ ছেলে মেয়ের মধ্যে সবার বড় তিনি। ব্যক্তি জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। স্ত্রী নাসরিন ফেরদৌস চৌধুরী একজন গৃহিণী। শিক্ষা জীবনে লেখাপড়া করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে। এরপর লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন জাকির হোসেন খান।

ইউএনও জাকির হোসেন বললেন, মাদকের ছোবলে মানুষের জীবন ধ্বংস হচ্ছে। নষ্ট হচ্ছে একের পর এক পরিবার। এমনকি প্রায়ই ভাঙছে সংসার। এসব দেখে নিজের মধ্যে প্রশ্ন জাগতো। কিন্তু সাহস পেতাম না। যখন দেখলাম সরকার মাদক বিরোধী শক্ত অবস্থানে গিয়েছে, তখনই ভাবলাম এখনই মোক্ষম সময়। এরপর জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার পরামর্শ নিয়ে তৈরি করলাম ‘মাদক বিরোধী সিভিল ব্রিগেড’।
সরকারি এই কর্মকর্তা জানালের তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। বললেন, সবাই আমাকে দারুণভাবে সাহায্য করছে। বোয়ালমারী উপজেলাকে মাদকমুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাব।
তিনি বলেন, এই আন্দোলনে যে কেউ শামিল হয়ে একযোগে মাদক বিরোধী এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে। এমনকি ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে এ আন্দোলনে যে কেউ শামিল হতে পারেন।’

মাদক বিরোধী সিভিল ব্রিগেডের প্রতিবন্ধকতা বিষয়ে তিনি বলেন, এ আন্দোলনের প্রধান সমস্যা হলো ইয়াবার স্বল্প মূল্যে সহজলভ্যতা। তিনি বলেন, ইয়াবা-গাঁজার মতো মাদক সহজে বহনযোগ্য। তিনি দাবি করে বলেন, আমরা যদি ইয়াবার মতো মাদকের ট্রানজিট বন্ধ করতে পারি, তাহলে সহজেই সমাজকে মাদক মুক্ত করা যাবে।
বোয়ালমারী উপজেলার মাদক বিরোধী আন্দোলনের সারথী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া তার প্রতিক্রিয়ায় বলেন, জাকির সাহেব কাজপাগল মানুষ। তার মাদক বিরোধী সিভিল ব্রিগেড বোয়ালমারীবাসীকে উৎসাহিত করেছে। দিন দিন এই আন্দোলনে মানুষ এগিয়ে আসছে। বিশ্বাস করি এভাবে তিনি এগিয়ে চললে অবশ্যই তার লক্ষে পৌঁছাতে পারবে।
ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বোয়ালমারী উপজেলার মাদক বিরোধী সিভিল ব্রিগেড বিষয়ে বলেন, জাকির হোসেন ফরিদপুরে যোগদানের পর তার মধ্যে আমি ভালো কাজ করার প্রবণতা দেখেছি। যে কারণে তাকে চ্যালেঞ্জিং একটি কাজে উৎসাহ দিয়েছি। আড়াই বা তিন মাসের কার্যক্রমে বেশ সফলও হয়েছে সে। বিশ্বাস করি বোয়ালমারীবাসী তাকে সহযোগিতা করলে সে তার কাঙ্খিত লক্ষে পৌঁছতে পারবে।
এমএএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দেশের জন্য আবু সাঈদের মতো বুক পেতে দিতে রাজি আছি: জামায়াত আমির
- ২ ফরিদপুরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
- ৩ ভোট চাইতে গেলেই এ্যানিকে পান-সুপারি-পিঠা নিয়ে বরণ করছেন ভোটাররা
- ৪ কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার সরকারি কৌঁসুলি কারাগারে
- ৫ সৎ-যোগ্য নেতাকে ভোট দিতে বলায় খতিবকে মারতে গেলেন মুসল্লিরা