ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুই বোনের উপর দিয়ে চলে গেল কর্ণফুলী এক্সপ্রেস

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৬:৪২ পিএম, ০৪ অক্টোবর ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে শিরিন (১৪) ও পুষ্প (১২) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের শিমরাইলকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা জেলার বিজয়নগর উপজেলার চরইসলামপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। তারা জেলা শহরের কাউতলী এলাকায় একটি মাদরাসায় পড়ালেখা করতো।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সানাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিকেলে ওই দুই কিশোরী রেললাইনের পাশ দিয়ে হাটছিল। এ সময় চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আজিজুল সঞ্চয়/এমএএস/এমএস

আরও পড়ুন