ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্য নিহত

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৭:২৫ পিএম, ০৪ অক্টোবর ২০১৮

মাদারীপুরের কালকিনি উপজেলায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষে এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও ১০ জন আহত হয়েছেন।

এদের মধ্যে তিতুমীর কলেজের মাস্টার্সের শিক্ষার্থী মিরাজ ঘরামীর ডান হাতের কবজি ও বাঁ পায়ের গোড়ালি কেটে ফেলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যরচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত খবির মৃধা বাঁশগাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের গ্রুপের সঙ্গে ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আকতার শিকদার ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য খবির মৃধা গ্রুপের গত ইউপি নির্বাচন থেকেই দ্বন্দ্ব চলে আসছিল।

এই দ্বন্দ্বের জের ধরে কিছুদিন পরপরই দুই গ্রুপের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। সেই সূত্রে ধরেই বৃহস্পতিবার সকাল থেকে বাঁশগাড়ির মধ্যরচর গ্রামে দুই গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বোমা বিস্ফোরণে ৯ নং ইউপি সদস্য খবির মৃধা নিহত হন।

এ সময় তিতুমীর কলেজের শিক্ষার্থী মিরাজ ঘরামীর বাঁ পায়ের গোড়ালি ও ডান হাতের কবজি কেটে ফেলা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বলেন, সকাল থেকে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে মধ্যরচরে বিবাদমান সংঘর্ষের সময় ইউপি সদস্য খবির মৃধা নিহত হয়েছেন। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এ কে এম নাসিরুল হক/এএম/এমএস

আরও পড়ুন